kalerkantho


জাপানে বন্যার কাদাপানিতে ডুবে বৃদ্ধনিবাসে মৃত ৯

কালের কণ্ঠ ডেস্ক   

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০জাপানে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার কাদাপানিতে একটি বৃদ্ধাশ্রম ডুবে গিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে দেশটির উত্তরাঞ্চলজুড়ে বয়ে যাওয়া শক্তিশালী টাইফুন লায়নরকের প্রভাবে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে আরো অন্তত দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

দুর্যোগ মোকাবিলা বিভাগের এক কর্মকর্তা জানান, হোনশু দ্বীপের ইওয়াইজুমি এলাকার ওই বৃদ্ধাশ্রমটির অর্ধেকখানিই বন্যার কাদাপানিতে ডুবে যায়। সেখানে ৯ জনের মৃতদেহ পাওয়া গেছে। একটি নদীর তীরে ভবনটির অবস্থান। সেখানে কেবল ওই ৯ জনই বাস করতেন। ওই কর্মকর্তা বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে কাছেরই ওমোতো নদী প্লাবিত হয়েছে। প্রচুর কাদাপানি, উপড়ে পড়া গাছ ও পাথরের স্রোতে ভবনটি ডুবে যায়।’ মৃতদেহগুলো শনাক্ত করার চেষ্টা চলছে। সূত্র : এএফপি।


মন্তব্য