kalerkantho


পুলিশপ্রধান হলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

কালের কণ্ঠ ডেস্ক   

৩ এপ্রিল, ২০১৬ ০০:০০পুলিশপ্রধান হলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

ভিয়েতনামের পুলিশপ্রধান ত্রান দাই কুয়াং (৫৯) দেশের প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন। কমিউনিস্ট দেশটির আইন প্রণেতারা গতকাল শনিবার প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য তাঁকে অনুমোদন দেন। এর ফলে আনুষ্ঠানিক দায়িত্ব পালনে দেশের শীর্ষ পদে আসীন হলেন একজন পুলিশ জেনারেল, যাঁর বাহিনী পশ্চিমা দেশগুলোর সমালোচনার মধ্যে ছিল।

গত শনিবার সকালে ভিয়েতনামের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে দাই কুয়াং ৯১.৫ শতাংশ ভোট পান। গত জানুয়ারি মাসে কমিউনিস্ট পার্টির কংগ্রেসে দলের কর্মকর্তারা তাঁকে মনোনীত করেন।

পার্লামেন্টে এক মিডিয়া কর্মকর্তা জানান, শপথগ্রহণের সময় কুয়াং বলেন, ‘আমাকে নির্বাচিত করায় জাতীয় পরিষদকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সামনে ভিয়েতনাম সফরে যাওয়ার কথা রয়েছে। তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর ভার কুয়াংয়ের ওপরই পড়বে। সূত্র : বিবিসি।


মন্তব্য