kalerkantho


বিশ্বে স্থূলতায় ভুগছে আটজনে একজন

কালের কণ্ঠ ডেস্ক   

২ এপ্রিল, ২০১৬ ০০:০০বিশ্বে মোটা মানুষের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। প্রতি আটজনের মধ্যে একজন স্থূলতার সমস্যায় ভুগছে। গতকাল শুক্রবার প্রকাশিত এক জরিপে উঠে এসেছে এ তথ্য। এতে দেখা যায়, ১৯৭৫ সালের তুলনায় বর্তমানে মোটা মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। আর ২০২৫ সাল নাগাদ প্রতি পাঁচজনের একজন এ সমস্যায় ভুগবে।

জরিপটি করেছে দ্য ল্যানসেট মেডিক্যাল জার্নাল। এতে দেখা যায়, ২০১৪ সালে বিশ্বে ৫০০ কোটি প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ৬৪ কোটি ১০ লাখ লোক ছিল স্থূলকায়। ৯ বছরের মধ্যে সংখ্যাটা ১১০ কোটিতে পৌঁছবে। গবেষকরা বলেছেন, স্থূলকায়ার সমস্যা কোলস্টেরল, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত চর্বি রোগের সৃষ্টি করে। গবেষণা প্রবন্ধের লেখক মাজিদ ইজাতি বলেন, ‘এই স্থূলতা সমস্যার পরিণতি কত কী হতে পারে তা আমরা জানি না।’ উচ্চতা ও ওজন অনুসারে মানুষকে দুইভাগে ভাগ করা হয়। স্বাস্থ্যবান এবং রুগ্ণ। ডাক্তারি ভাষায় বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) অনুযায়ী ১৮ দশমিক ৫ পয়েন্ট থেকে ২৪ দশমিক ৯ পয়েন্ট পর্যন্ত মানুষকে স্বাস্থ্যবান বলা হয়। এর নিচে হওয়ার অর্থ রুগ্ণ, ২৫ পয়েন্ট হওয়ার অর্থ অতিরিক্ত এবং ৩০ এর বেশি হওয়ার অর্থ স্থূলকায়। সূত্র : এএফপি।


মন্তব্য