গত শতাব্দীতে লুট হওয়া রামের একটি মূর্তি কম্বোডিয়াকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। বেলে-মাটির মূর্তিটি লম্বায় ৬২ ইঞ্চি। এটি দশম শতাব্দীতে বানানো। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ‘ডেনভার আর্ট মিউজিয়াম’ মূর্তিটি হস্তান্তর করে।
মূর্তি হস্তান্তর উপলক্ষে কম্বোডিয়ার রাজধানী নমপেনে আয়োজিত অনুষ্ঠানে দেশটির এক কর্মকর্তা জানান, মূর্তিটির মাথা নেই। ‘সেটি কোথায় আছে—তাও আমাদের জানা নেই। রামের মাথা ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপনের জন্য আমরা পৃথিবীর সব জাদুঘর কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।’
এক বিবৃতিতে বলা হয়, মূর্তিটি যে হারিয়ে যাওয়া রামেরই মূর্তি—সেটি নিশ্চিত হতে তারা গবেষণা করেছে। এবং গবেষণার পরই সেটি ফিরিয়ে আনা হয়েছে।
কম্বোডিয়া ফ্রান্সের উপনিবেশে থাকাকালীন ১৯৭০-এর দশকে মূর্তিটি লুট হয়। ওই সময় সেখানে গৃহযুদ্ধ চলছিল। তখন ‘অ্যাংকর ঘাট কমপ্লেক্স’ থেকে রামের মূর্তিটি ছাড়াও অনেক ভাস্কর্য চুরি হয়ে যায়। কম্বোডিয়া কয়েক বছর ধরে হারিয়ে যাওয়া ভাস্কর্য ফিরিয়ে আনার ব্যাপারে সক্রিয় হয়েছে। সূত্র : এএফপি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের