kalerkantho

26th march banner

ইসরায়েলি সেনার গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

২৫ মার্চ, ২০১৬ ০০:০০দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহরে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুই ফিলিস্তিনি ছুরি নিয়ে এক ইসরায়েলি সেনার ওপর হামলা চালালে সেখানে উপস্থিত অন্য সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘দুই হামলাকারী হেবরনের একটি সেনা চৌকিতে কর্তব্যরত এক ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাত করে। ফলে ইসরায়েলি সেনারা হামলাকারীদের গুলি করতে বাধ্য হয়। এতে হামলাকারীরা নিহত হয়। ’

ইসরায়েলি হাসপাতালের এক নারী মুখপাত্র বলেন, সেনাটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে, যে তিনি সামান্য আহত হয়েছেন।

গত বছরের অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত হামলা পাল্টা হামলায় অন্তত ১৯০ ফিলিস্তিনি প্রাণ হারায়।   সূত্র : এএফপি।


মন্তব্য