kalerkantho


আইএস হটিয়ে পালমিরায় ঢুকেছে সিরীয় বাহিনী

কালের কণ্ঠ ডেস্ক   

২৫ মার্চ, ২০১৬ ০০:০০সিরিয়ার সরকারি বাহিনী ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হটিয়ে দেশটির প্রাচীন নগরী পালমিরায় ঢুকে পড়েছে। কর্মকর্তা ও মানবাধিকারকর্মীরা এ কথা জানিয়েছেন। আইএস গত বছর মে মাসে নগরীটি দখল করে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সরকারি সেনা ও তাদের মিত্র মিলিশিয়া বাহিনীর সদস্যরা পাহাড়গুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। এসব পাহাড় থেকে শহরটি দেখা যায়।

জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো প্রাচীন এই শহরটিকে বিশ্ব ঐতিহ্য নগরী হিসেবে ঘোষণা করেছে।

গত বছরের মে মাসে ইসলামপন্থী জিহাদি সংগঠন আইএস পালমিরার ধ্বংসাবশেষ ও পাশের আধুনিক নগরী দখল করে নেয়। আইএস জিহাদিরা দুটি দুই হাজার বছরের পুরনো মন্দির, বিশেষভাবে নির্মিত ধনুক আকৃতির খিলান ও কয়েকটি সমাধিস্তম্ভ ধ্বংস করে। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। আইএস সিরিয়ার পাশের দেশ ইরাকের ইসলামপূর্ব যুগের বেশ কিছু বিশ্বের খ্যাতিসম্পন্ন স্থান ধ্বংস করে। আইএস এসব স্থানকে পৌত্তলিকতার চিহ্ন মনে করে।

ইউনেসকো এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে।

এদিকে ইরাকি সেনা ও মিলিশিয়া আইএসের কাছ থেকে দ্বিতীয় নগরী মসুলের পুনরায় দখল নিতে বৃহস্পতিবার অভিযান শুরু করেছে। ২০১৪ সাল থেকে এ নগরী আইএস জিহাদিরা দখল করে রেখেছে। সামরিক বাহিনী এ কথা জানায়। সূত্র : এএফপি, বিবিসি।
 


মন্তব্য