kalerkantho

রবিবার। ২২ জানুয়ারি ২০১৭ । ৯ মাঘ ১৪২৩। ২৩ রবিউস সানি ১৪৩৮।


আইএসের হাতে আটক ক্যান্টলির ভিডিও বার্তা

কালের কণ্ঠ ডেস্ক   

২০ মার্চ, ২০১৬ ০০:০০ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাতে আটক ব্রিটিশ সাংবাদিক জন ক্যান্টলিকে প্রায় এক বছর পর আবার ভিডিওতে দেখা গেছে। শনিবার প্রকাশ  করা ভিডিওটি আইএস নিয়ন্ত্রিত ইরাকি শহর মসুলে ধারণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভিডিওতে দেখা গেছে, সংবাদ পরিবেশনের মতো করেই কথা বলছেন ক্যান্টলি। তবে এটি কবে ধারণ করা হয়েছে সে ব্যাপারটি পরিষ্কার নয়। ২০১২ সালের নভেম্বরে জেমস ফোলের সঙ্গে সিরিয়া থেকে আটক করা ক্যান্টলির সর্বশেষ ভিডিও প্রকাশ করা হয়েছিল গত বছরের শুরুতে। ফোলেকে শিরোশ্ছেদে হত্যা করেছে আইএস জঙ্গিরা। কালো পোশাক পরা ক্যান্টলি ইংরেজিতে কথা বলছিলেন। এ সময় আরবিতে আগের ভিডিও ক্লিপের মতো অনুবাদ হয়ে তা পর্দায় ভেসে উঠছিল। তিনি ২০১৪ সালে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের অভিযানের সমালোচনা ও বিদ্রূপ করেন। এদিকে সংবাদমাধ্যমের অধিকারের দিকে নজর রাখা সংস্থা ‘রিপোর্টার্স উইদআউট বর্ডার্স’ ক্যান্টলিকে আটক রেখে জোর করে জিহাদি বিষয়ে প্রচার করাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছে।

সূত্র : এএফপি।


মন্তব্য