kalerkantho


মাদুরোকে কিউবার সর্বোচ্চ সম্মাননা

কালের কণ্ঠ ডেস্ক   

২০ মার্চ, ২০১৬ ০০:০০মাদুরোকে কিউবার সর্বোচ্চ সম্মাননা

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কিউবার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার হাভানা সফরে যাওয়ার দুই দিন আগে মাদুরোকে পদক পরিয়ে দেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। দুই দেশের ঐক্যকে এগিয়ে নেওয়ায় মাদুরোকে ‘দি অর্ডার অব হোসে মার্তি’ নামের এই পদক দেওয়া হলো।

ভেনিজুয়েলায় ১৯৯৯ সালে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ক্ষমতায় আসার পর সমাজতান্ত্রিক কিউবার সঙ্গে দেশটিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সোচ্চার হয়। শ্যাভেজের উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসেন মাদুরো। কিউবার রাষ্ট্রীয় পদকে ভূষিত হওয়ার পর মাদুরো তাঁর পূর্বসূরি প্রয়াত হুগো শ্যাভেজ ও কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর প্রতি শ্রদ্ধা জানান। তিনি দুই দেশের স্বাধীনতার নেতা সিমোন বলিভার এবং মার্তির প্রতিও গভীর শ্রদ্ধা জানান। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর কিউবার অর্থনীতি সংকটের মুখে পড়ে গেলে শ্যাভেজ সহজ শর্তে হাভানাকে তেল সরবরাহ করেন। এর মাধ্যমে তিনি কিউবার বন্ধু হিসেবে পরিচিত হন। যে বন্ধুতা মাদুরোও রক্ষা করে চলেছেন।  সূত্র : রয়টার্স।


মন্তব্য