kalerkantho


মিয়ানমারের বিদ্রোহীরা নতুন সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী

কালের কণ্ঠ ডেস্ক   

২০ মার্চ, ২০১৬ ০০:০০নতুন প্রেসিডেন্ট ও সরকার ক্ষমতায় বসার আগেই তাদের সঙ্গে শান্তি আলোচনার আগ্রহ দেখিয়েছে মিয়ানমারের ক্ষুদ্র জাতিসত্তার বিদ্রোহী গোষ্ঠীগুলোর তিনটি দল।

তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) মুখপাত্র মাই আইক কিয়াও গতকাল শনিবার বলেন, ‘নতুন সরকার কেবল আমাদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে নয়, পুরো জাতিকে আশার বার্তা শুনিয়েছে।’ তিনি আরো বলেন, দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তাঁরা ক্লান্ত হয়ে পড়েছেন। জনতার নির্বাচিত নেতা তিন কিয়াওয়ের সঙ্গে আলোচনায় বসতে তাঁরা প্রস্তুত। জান্তা সমর্থিত বিদায়ী সরকার যে তাদের প্রতিশ্রুত শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে, সে কথাও বলেন আইক কিয়াও। টিএনএলএর সঙ্গে সহমত পোষণ করে গত শুক্রবার দিন শেষে যৌথ বিবৃতি দেয় মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং আরাকান আর্মি। বিবৃতিতে বলা হয়, ‘একটি সত্যিকার ও আরো ভালো সমাধানের মাধ্যমে গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রক্রিয়া ও মিয়ানমার পুনর্গঠনে আমাদের বাহিনী প্রস্তুত।’ সূত্র : এএফপি।


মন্তব্য