kalerkantho


যুক্তরাষ্ট্রে আইএস কর্মী সংগ্রহকারীর সাড়ে ২২ বছর জেল

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ মার্চ, ২০১৬ ০০:০০সিরিয়ার ইসলামিক স্টেটের (আইএস) জন্য কর্মী সংগ্রহের অভিযোগে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গত বৃহস্পতিবার সাড়ে ২২ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ৩২ বছর বয়সী মুফিদ এলফগিহর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএস মতবাদ, চরমপন্থীদের জন্য অর্থ সংগ্রহ ও কর্মী সংগ্রহ চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

আইএসের দলে ভেড়ানোর জন্য দুজনের সঙ্গে কথাও বলেছিলেন মুফিদ এলফগিহ। কিন্তু দুর্ভাগ্য মুফিদের। যে দুজনের সঙ্গে তাঁর কথা হয়েছিল তাঁরা দুজনই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের হয়ে কাজ করেন। তাঁর সাজা হওয়ায় স্বস্তি প্রকাশ করে বাফেলোর এফবিআই প্রধান অ্যাডাম কোহেন বলেন, ‘মুফিদ দুই দশক জেলে আটক থাকবে। আমরা বিশ্বাস করি এত দিন আমরা নিরাপদে থাকব।’ সূত্র : এএফপি।


মন্তব্য