kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


ট্রাম্পের আক্রমণে এবার সংবাদ উপস্থাপিকা

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ মার্চ, ২০১৬ ০০:০০যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার জন্য লড়াইয়ে নেমে একের পর এক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়ে আসছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। নিজ দলের প্রতিদ্বন্দ্বী তো আছেনই, বিপক্ষ ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধেও কটূক্তি করতে ছাড়েননি তিনি। এবার তিনি আক্রমণ শানালেন প্রখ্যাত সংবাদ উপস্থাপিকা মেগিন কেলির ওপর।

প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে মনোনয়ন না পেলে সমর্থকরা দাঙ্গা বাধিয়ে দেবে—এমন হুমকি দেওয়া ট্রাম্প গত বৃহস্পতিবার কেলির বিরুদ্ধে মন্তব্য করে তিনটি টুইটার বার্তা দেন। তাঁর অভিযোগ, তাঁর নিকটতম রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজকে ‘দ্য কেলি ফাইল’ অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন কেলি। টুইটার বার্তায় ট্রাম্প লেখেন, ‘তার (কেলির) বাজে অনুষ্ঠানের পুরোটাই ছিল আমার ওপর একটা আঘাত। ’ যতটুকু প্রাপ্য, তার চেয়ে অনেক বেশি সম্মান কেলিকে দেওয়া হচ্ছে মন্তব্য করে তাঁকে ‘উন্মাদ’ অভিহিত করেন ট্রাম্প। সংবাদ সম্প্রচার মাধ্যমের সবচেয়ে দর্শকপ্রিয় অনুষ্ঠানের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফক্স নিউজে প্রচারিত ‘দ্য কেলি ফাইল’। সূত্র : এএফপি।


মন্তব্য