kalerkantho


অভিযানে এক বন্দুকধারী নিহত

ব্রাসেলসে উচ্চ সতর্কতা

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ মার্চ, ২০১৬ ০০:০০বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বড় ধরনের পুলিশি অভিযানে এক বন্দুকধারী নিহত হয়েছে। গত মঙ্গলবার চালানো এ অভিযানের পর শহরটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

প্যারিস হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন কয়েকজনকে ধরতে ওই অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি আলজেরীয় নাগরিক মোহাম্মাদ বেলকাইদ। অভিযানে চার পুলিশ সদস্য আহত হয়েছে।

গত ১৩ নভেম্বর একযোগে প্যারিসের কয়েকটি স্থানে চালানো সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হয়। জঙ্গি সংগঠন ইসলামী স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে।

ব্রাসেলসের শহরতলি ফরেস্টের একটি ফ্ল্যাটে পুলিশি অভিযানের পর  অন্ততপক্ষে দুই সন্দেহভাজন পালিয়ে বেড়াচ্ছে সন্দেহ করা হচ্ছে।

সূত্র : বিবিসি।


মন্তব্য