kalerkantho


পাকিস্তানে প্রথমবারের মতো সংখ্যালঘু উৎসবে ছুটি

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ মার্চ, ২০১৬ ০০:০০প্রথমবারের মতো হোলি, দিওয়ালি আর ইস্টার সানডেতে সরকারি ছুটি পেতে যাচ্ছে পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন। এ উৎসবগুলোতে সরকারি ছুটি কার্যকর করতে গতকাল বুধবার পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানায়, পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রস্তাবটি উত্থাপন করেন ক্ষমতাসীন দল পিএমএল-এনের আইন প্রণেতা রমেশ কুমার ভ্যানকোয়ানি। প্রস্তাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ এ দিনগুলোতে সরকারি ছুটি ঘোষণার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।  কেউই প্রস্তাবটির বিরোধিতা করেনি। ধর্ম প্রতিমন্ত্রী পীর আমিনুল হাসনাত শাহ জানিয়েছেন, এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে প্রাদেশিক সংস্থা, বিভাগ ও প্রতিষ্ঠানগুলোর প্রধানকে ছুটি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সূত্র : পিটিআই।


মন্তব্য