জনতার রায়ে অং সান সু চির দলের নিরঙ্কুশ জয়ের চার মাস পর আজ মঙ্গলবার জানা যাবে, কে হচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট। সু চি যে নিজে প্রেসিডেন্ট হচ্ছেন না, সেটা গত বৃহস্পতিবারই নিশ্চিত হয়ে যায়। ওই দিন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তিন কিয়াওকে পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য মনোনয়ন দেয় সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। গতকাল সোমবার প্রেসিডেন্ট নির্বাচনবিষয়ক চূড়ান্ত কমিটি তাঁর প্রার্থিতায় অনুমোদন দেয়। একই পদ্ধতিতে পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে এনএলডি মনোনীত নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্য হেনরি ভান থিও এবং সেনা সদস্যদের মনোনীত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মিন্ত সোয়ের প্রার্থিতাও নিশ্চিত হয়। এরপর পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকার মান উইন খাইং থান জানান, মঙ্গলবার পার্লামেন্ট সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন। তিনজন প্রতিদ্বন্দ্বীর একজন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাকি দুজন হবেন ভাইস প্রেসিডেন্ট।
এনএলডি মনোনীত পার্লামেন্টের দুই কক্ষের দুই প্রার্থীর মধ্যে সু চির ঘনিষ্ঠ ও বিশ্বস্ত হলেন কিয়াও।
সূত্র : এএফপি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের