kalerkantho


বিদেশি শিক্ষার্থীদের ভিসা নীতিতে বদল আনল যুক্তরাষ্ট্র

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ মার্চ, ২০১৬ ০০:০০বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। নতুন নীতি অনুযায়ী, নির্দিষ্ট বিভাগের শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে তিন বছর সেখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য থাকতে পারবেন। আগের নীতিতে এই সময়সীমা সাত মাস কম ছিল।

নতুন নীতি আগামী ১০ মে থেকে কার্যকর হবে। তাতে বলা হয়েছে, কেবল বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলী ও গণিতের (এসটিইএম) শিক্ষার্থীরা নতুন নীতির আওতায় পড়বে। সে ক্ষেত্রে ডিগ্রি অর্জনের পর চাকরির উদ্দেশ্যে তারা তিন বছর প্রশিক্ষণ নিতে পারবে। তবে এই প্রশিক্ষণ হতে হবে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠানে। অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে থাকতে পারবে এক বছর।

এর আগের নীতি ১৭ মাস কার্যকর ছিল। আগামী ১০ মে পর্যন্ত সেটি বহাল থাকবে। নতুন নীতি অনুযায়ী, প্রশিক্ষণের পর বিদেশি শিক্ষার্থীরা চাকরিতে যোগ দিলেও তারা যুক্তরাষ্ট্রের স্থায়ী শ্রমিক হিসেবে বিবেচিত হবে না। যদিও তাদের বেতন যুক্তরাষ্ট্রের শ্রমিকদের সমতুল্য হবে। সূত্র : ডন।


মন্তব্য