ওয়াশিংটনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী মিখাইল লেসিনের মৃত্যুর ঘটনা নতুন মোড় নিয়েছে। ওয়াশিংটন ডিসির চিফ মেডিক্যাল এক্সামিনার ময়নাতদন্তের পর জানিয়েছেন, হার্ট অ্যাটাকে নয়, আঘাতে মৃত্যু হয়েছে লেসিনের। ঘাড়, হাত, পা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে তাঁর।
গত নভেম্বরে ৫৭ বছর বয়সী মিখাইল লেসিনকে ডুপন্ট সার্কেল হোটেলে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। সে সময় তাঁর পরিবারের সদস্যরা একে হার্ট অ্যাটাকে মৃত্যু বলে জানিয়েছিল।
পুলিশের মুখপাত্র ডাস্টিন স্টার্নবাক বলেছেন, লেসিনের বিষয়টি এখন তদন্তনাধীন। তবে পোস্টমর্টেমের তথ্য অনুযায়ী এটি অপরাধ কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, মস্কো এখন ওয়াশিংটনের কাছ থেকে পরিষ্কার তথ্য জানতে চায়। এ ছাড়া তদন্তের ব্যাপারেও জানতে চায়। সূত্র : রয়টার্স।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...