kalerkantho


তুরস্ক উপকূলে নৌকা ডুবে শিশুসহ ৫ শরণার্থীর মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক   

১১ মার্চ, ২০১৬ ০০:০০সমুদ্রপথে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার সময় নৌকা ডুবে এক শিশুসহ অন্তত পাঁচ শরণার্থী মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা দোগান এ কথা জানিয়েছে। নৌকাটি বুধবার রাতে তুরস্ক উপকূল থেকে মাত্র ৫০০ মিটার দূরে ডুবে যায়। নৌকায় আফগান ও ইরানি শরণার্থী ছিল।

তুরস্কের কোস্টগার্ডের সদস্যরা ৯ জন শরণার্থীকে বাঁচাতে সক্ষম হয়। এখনো দুই শরণার্থী নিখোঁজ রয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় এই শরণার্থী সংকট লাঘবে প্রস্তাবিত একটি চুক্তিকে জোরদার করার জন্য যখন ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই দুর্ঘটনাটি ঘটল। সূত্র : এএফপি।


মন্তব্য