সমুদ্রপথে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার সময় নৌকা ডুবে এক শিশুসহ অন্তত পাঁচ শরণার্থী মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা দোগান এ কথা জানিয়েছে। নৌকাটি বুধবার রাতে তুরস্ক উপকূল থেকে মাত্র ৫০০ মিটার দূরে ডুবে যায়। নৌকায় আফগান ও ইরানি শরণার্থী ছিল।
তুরস্কের কোস্টগার্ডের সদস্যরা ৯ জন শরণার্থীকে বাঁচাতে সক্ষম হয়। এখনো দুই শরণার্থী নিখোঁজ রয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় এই শরণার্থী সংকট লাঘবে প্রস্তাবিত একটি চুক্তিকে জোরদার করার জন্য যখন ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই দুর্ঘটনাটি ঘটল। সূত্র : এএফপি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের