kalerkantho


ব্রিটেনকে ইইউতে থাকার আহ্বান হকিংসহ বিজ্ঞানীদের

কালের কণ্ঠ ডেস্ক   

১১ মার্চ, ২০১৬ ০০:০০ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার আহ্বান জানিয়েছেন স্টিফেন হকিংসহ শীর্ষস্থানীয় দেড় শরও বেশি বিজ্ঞানী। তাঁরা বলছেন, ইইউ ছেড়ে গেলে যুক্তরাজ্যের বিজ্ঞানচর্চা এবং বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ধরনের ক্ষতি হবে।

দ্য টাইমসে লেখা এক চিঠিতে তাঁরা জানিয়েছেন, ইইউ থেকে বের হয়ে গেলে দুটি প্রধান ক্ষেত্রে গবেষণা ক্ষতিগ্রস্ত হবে। প্রথমত, বিজ্ঞানে ইউরোপীয় দেশগুলো বিশেষ করে দারুণ প্রতিযোগিতায় থাকা যুক্তরাজ্যে অর্থ সহায়তা ব্যাপকভাবে বেড়েছে। দ্বিতীয়ত, যুক্তরাজ্য বর্তমানে অনেক সেরা গবেষককে ইউরোপের অন্যদেশগুলো থেকে নিয়োগ করে যাদের মধ্যে থাকে ইইউর বৃত্তি পাওয়া তরুণ গবেষকরা।

এ ব্যাপারে বিজ্ঞানীরা সুইজারল্যান্ডের কথা উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তাঁরা বলেছেন, সুইজারল্যান্ড ইইউতে না থাকায় এবং শ্রমিক প্রবেশে সীমাবদ্ধতা টেনে দেওয়ায় তরুণ মেধাবীদের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হচ্ছে।

প্রসঙ্গত, ব্রিটেন ইইউতে থাকবে কী থাকবে না সে ব্যাপারে আগামী জুনে গণভোট হবে।  সূত্র : রয়টার্স।


মন্তব্য