kalerkantho


যুক্তরাষ্ট্রে ফের নির্বিচার গুলিতে নিহত ৫

কালের কণ্ঠ ডেস্ক   

১১ মার্চ, ২০১৬ ০০:০০যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের উইলকিন্সবার্গ শহরে একটি পার্টিতে নির্বিচার গুলিবর্ষণে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন কমপক্ষে দুজন পলাতক রয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ এ কথা জানায়।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, গুলিবর্ষণে চারজন ঘটনাস্থলে নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। বুধবার রাতের ওই ঘটনায় চারজন আহত হয়। পরে এদের একজন হাসপাতালে মারা যায়। আহত বাকি তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবৃতিতে আরো বলা হয়, ঘটনাস্থলে পাওয়া আলামত ও তথ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ ধারণা করছে যে দুই ব্যক্তির অস্ত্র থেকে গুলি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পিটর্সবার্গ নগরীর প্রায় ১০ কিলোমিটার পূর্বে উইলকিন্সবার্গ অবস্থিত। পুলিশ জানায়, পার্টিতে আসা এক ব্যক্তি বেপরোয়াভাবে গুলিবর্ষণ করতে থাকলে সেখানে আসা অন্যরা ওই বাড়িতে লুকানোর চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।  সূত্র : এএফপি, বিবিসি।


মন্তব্য