kalerkantho

শনিবার । ২১ জানুয়ারি ২০১৭ । ৮ মাঘ ১৪২৩। ২২ রবিউস সানি ১৪৩৮।


সাবেক ফার্স্ট লেডি ন্যান্সি রিগ্যান মারা গেছেন

কালের কণ্ঠ ডেস্ক   

৮ মার্চ, ২০১৬ ০০:০০সাবেক ফার্স্ট লেডি ন্যান্সি রিগ্যান মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের স্ত্রী ন্যান্সি রিগ্যান মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। রবিবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে তিনি মারা যান।

সাবেক এই ফার্স্ট লেডির মুখপাত্র জোয়ান ড্রেক জানান, ন্যান্সি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া বেশ কয়েক বছর ধরেই তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ছিলেন ন্যান্সি। স্বামী প্রেসিডেন্ট হওয়ার পরের বছর ১৯৮২ সালে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘কেবল না বলো’ স্লোগান নিয়ে প্রচারণা শুরু করে ন্যান্সি নিজের একটি পৃথক অবস্থান তৈরি করে নেন। হোয়াইট হাউস ছাড়ার পর তিনি আলঝেইমার রোগে আক্রান্ত স্বামীর ১০ বছর সেবাযত্ন করেন। ক্যালিফোর্নিয়ায় রোনাল্ড রিগ্যান প্রেসিডেনশিয়াল লাইব্রেরির কাছে স্বামীর কবরের পাশেই ন্যান্সিকে সমাহিত করা হবে।

সূত্র : এএফপি, বিবিসি।


মন্তব্য