kalerkantho


ইরাকের হিল্লায় গাড়িবোমা বিস্ফোরণে ৪৭ জন নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

৭ মার্চ, ২০১৬ ০০:০০বাগদাদের দক্ষিণের শহর হিল্লার জনবহুল চেক পয়েন্টে রবিবার শক্তিশালী গাড়িবোমার বিস্ফোরণে অন্তত ৪৭ জন মারা গেছে। ইসলামিক স্টেট (আইএস) হামলার দায়দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছে। বাবিল প্রাদেশিক কাউন্সিলের নিরাপত্তা কমিটির প্রধান ফালেহ আল রাধি জানিয়েছেন, হিল্লায় প্রবেশের দক্ষিণ দিকে চেক পয়েন্টে এই হামলা হয়েছে।

হিল্লা হাসপাতালের এক ডাক্তার মৃতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, নিরাপত্তাবাহিনীর ২০ জনসহ অন্তত ৪৭ জন মারা গেছে। আহত হয়েছে অন্তত ৭২ জন। আইএস সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার দায়িত্ব স্বীকার করে জানিয়েছে, বোমা হামলাকারীর নাম আবু ইসলাম আল আনসারি।

ইরাকে এ বছর ঘটা সবচেয়ে বড় গাড়িবোমা হামলার ঘটনা এটি। প্রদেশের এক কর্মকর্তা জানিয়েছেন, গাড়িটি বিস্ফোরকে পূর্ণ ছিল। হিল্লায় প্রবেশের চেষ্টার সময় নিরাপত্তাকর্মীরা গাড়ি থামালে এটিতে বিস্ফোরণ ঘটানো হয়।

সাধারণত হিল্লার ওই চেক পয়েন্টে দিনের বেলা গাড়ির ব্যাপক ভিড় থাকে। নিরাপত্তা যাচাই করার কারণে ভিড় এতই বাড়ে যে একটা গাড়ির পেছনে আরেকটা গাড়ি লেগে থাকে।

২০১৪ সালের মার্চেও হিল্লার বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছিল। সে ঘটনায় ৫০ জন মারা যায়, আহত হয়েছিল ১৫০ জনেরও বেশি। সূত্র : এএফপি।


মন্তব্য