kalerkantho

সোমবার। ২৩ জানুয়ারি ২০১৭ । ১০ মাঘ ১৪২৩। ২৪ রবিউস সানি ১৪৩৮।


পশ্চিমবঙ্গসহ চার রাজ্যে ৪ এপ্রিল ভোট শুরু

নিজস্ব প্রতিবেদক, কলকাতা   

৫ মার্চ, ২০১৬ ০০:০০এই প্রথম ‘না’ ভোট দেওয়ার বিধান রেখে ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল পণ্ডিচেরিসহ চার রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা এবং তামিলনাড়ুর বিধানসভা ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশনার। আগামী ৪ এপ্রিল থেকে রাজ্যগুলোতে ভোট নেওয়া শুরু হবে এবং ১৯ মে ফল ঘোষণা করা হবে।

চার রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। এ রাজ্যে চার এপ্রিল শুরু করে ছয় দফায় নির্বাচন পরিচালনা করবে কমিশন। প্রথম দফায় মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলোতে দুটি ভাগে ভাগ করে ভোটগ্রহণ করা হবে। ফলে ছয় দফায় ভোট হলেও আদতে ভোট নেওয়া হবে সাত দিনে।

আসামে দুই দফায় ভোট নেওয়া হবে। কেরালা, তামিলনাড়ু এবং পণ্ডিচেরিতে এক দফাতেই ভোট নেওয়া শেষ করা হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দিল্লির নির্বাচন সদনে প্রধান নির্বাচন কমিশনার নাসিম জাইদি এ ঘোষণা দেন।

 


মন্তব্য