kalerkantho

26th march banner

ফরোয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কলকাতা   

৪ মার্চ, ২০১৬ ০০:০০ফরোয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষের মৃত্যু

পশ্চিমবঙ্গের বাম নেতা, ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক অশোক ঘোষ গতকাল বৃহস্পতিবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

কলকাতার পার্শ্ববর্তী হুগলি জেলার চুঁচড়ায় ১৯২১ সালে জন্ম হয়েছিল তাঁর। নেতাজি সুভাষ চন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রাবস্থায় যোগ দেন ফরোয়ার্ড ব্লকে। ১৯৪৬ সালে রাজ্য সম্পাদক পদে নির্বাচিত হন অশোক ঘোষ। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে রাজনৈতিক প্রচার-প্রচারণা ছাড়াও নানাভাবে তিনি অবদান রাখেন।

বর্ষীয়ান এই বাম নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যসহ অনেকে।


মন্তব্য