kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


কানাডায় অভিবাসন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ

কালের কণ্ঠ ডেস্ক   

৪ মার্চ, ২০১৬ ০০:০০কানাডার অভিবাসন আইনে শিগগিরই ব্যাপক রদবদল হতে যাচ্ছে। এতে কানাডার নাগরিকত্বপ্রত্যাশীরা উপকৃত হবে।

কানাডার সদ্য গঠিত লিবারেল পার্টির সরকার বিদ্যমান নাগরিকত্ব আইনে ব্যাপক পরিবর্তনের অংশ হিসেবে এই সংশোধনীর প্রস্তাব করেছে।

গতকাল বৃহস্পতিবার কানাডা ইমিগ্রেশন নিউজলেটার সিআইসি নিউজে এ কথা বলা হয়। প্রস্তাবে কানাডায় অভিবাসনের জন্য আবেদন ও নাগরিকত্ব লাভের প্রক্রিয়া সহজতর করা হয়েছে। সে অনুসারে, অভিবাসনের জন্য আবেদনের আগে কানাডায় স্থায়ী বসবাসের সময়সীমা হ্রাস করা হয়েছে। অস্থায়ী অভিবাসনের সময়সীমাও অভিবাসনপ্রত্যাশীদের আবেদনে যুক্ত হবে বলেও এতে জানানো হয়। এ ছাড়া প্রস্তাবিত আইনে ভাষাগত দক্ষতার শর্ত শিথিল করা হয়েছে। নতুন আইনে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে সন্ত্রাস ও গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্তদের নাগরিকত্ব প্রত্যাহারের বিধান রদ করা হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে আইনটি পাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : বাসস।


মন্তব্য