kalerkantho

রবিবার। ২২ জানুয়ারি ২০১৭ । ৯ মাঘ ১৪২৩। ২৩ রবিউস সানি ১৪৩৮।


ইরাকে ফেব্রুয়ারিতে নিহত ৬৭০ জন

কালের কণ্ঠ ডেস্ক   

৩ মার্চ, ২০১৬ ০০:০০ইরাকে চলমান সহিংসতায় গত ফেব্রুয়ারিতেই অন্তত ৬৭০ জন নিহত হয়েছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশই বেসামরিক নাগরিক। আহত হয়েছে এক হাজার ২৯০ জন। জাতিসংঘ গত মঙ্গলবার এ কথা জানিয়েছে।

ইরাকের জাতিসংঘের সাহায্যকারী মিশন (ইউএনএএমআই) এক বিবৃতিতে জানায়, গত মাসে সহিংসতায় ৪১০ জন বেসামরিক লোক নিহত হয়। ৬৭০ জনের মধ্যে বাকিরা বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্য। এর মধ্যে রয়েছে কুর্দি বাহিনী পেশমার্গা ও আধা-সামরিক বাহিনীর সদস্য। ইউএনএএমআইয়ের দেওয়া তথ্য অনুসারে গত মাসে এক হাজার ২৯০ জন আহত হয়েছে। এর মধ্যে এক হাজার ৫০ জনই ছিল বেসামরিক নাগরিক। সূত্র : এপি।


মন্তব্য