kalerkantho


ওমানে সড়ক দুর্ঘটনায় বিদেশিসহ নিহত ১৮

কালের কণ্ঠ ডেস্ক   

২ মার্চ, ২০১৬ ০০:০০ওমানে গতকাল মঙ্গলবার ভোরে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কয়েকটি দেশের নাগরিকসহ ১৮ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওএনএ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় বেশ কয়েকটি পত্রিকা জানায়, নিহতদের ছয়জন ওমানের, চারজন সৌদি আরবের, দুজন পাকিস্তানি ও একজন ইয়েমেনের নাগরিক। অন্য পাঁচজনের পরিচয় শনাক্ত হয়নি। পুলিশের বরাত দিয়ে ওএনএ জানায়, ইয়েমেনের পশ্চিমাঞ্চলে ইবরি ও ফাহুদের মধ্যবর্তী একটি সড়কে ওই সংঘর্ষ হয়। এতে ১৮ জন নিহত হওয়ার পাশাপাশি কমপক্ষে ১৬ জন আহত হয়। বাসটি? ওমানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা সালালাহ থেকে দুবাই যাচ্ছিল। সূত্র : টাইমস অব ওমান।


মন্তব্য