kalerkantho


মানুষের আতঙ্ক পিছু ছাড়ছে না !

১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০মানুষের আতঙ্ক পিছু ছাড়ছে না !

উপকূলের মানুষ আজও ভোলেনি সেই তাণ্ডবের কথা। সিডর আঘাত হানার ১০ বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত বাঁধ এখনো পুরোপুরি সংস্কার বা পুনর্নির্মাণ করেনি প্রশাসন। সে কারণে সাগরপারের মানুষের আতঙ্ক পিছু ছাড়ছে না। ছবিটি পটুয়াখালীর কলাপাড়া থেকে তোলা। ছবি : স্টার মেইলমন্তব্য