kalerkantho


চট্টগ্রামের র‍্যাডিসন ব্লুতে রবি গ্রাহকদের ছাড়

বাণিজ্য ডেস্ক   

২০ মার্চ, ২০১৬ ০০:০০চট্টগ্রামের র‍্যাডিসন ব্লুতে রবি গ্রাহকদের ছাড়

ধন্যবাদ কর্মসূচির আওতায় র‍্যাডিসন ব্লু চট্টগ্রামের বে ভিউ হোটেলে গ্রাহকদের জন্য বিশেষ ছাড় দিয়েছে রবি। সম্প্রতি এ হোটেলটির সঙ্গে এ বিষয়ক একটি চুক্তি করেছে অপারেটরটি। রবির কাস্টমার রিলেশনের ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক ও র‍্যাডিসন ব্লু চট্টগ্রামের জেনারেল ম্যানেজার সিক্কো গেইর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় র‍্যাডিসনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেলস জেসন সালগাদো, চিফ অ্যাকাউনট্যান্ট কামরুজ্জামান মৃধা এবং রবির চট্টগ্রাম মেট্রোর রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আশরাফুল কবির উপস্থিত ছিলেন।      

চুক্তির আওতায় রবির প্লাটিনাম এইস ও প্লাটিনাম গ্রাহকরা র‍্যাডিসন ব্লু চট্টগ্রামের এক্সচেঞ্জ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট ও ডিনারে একটি কিনলে একটি ফ্রি অফার উপভোগ করতে পারবে। অন্যদিকে এ রেস্টুরেন্টে রবি গ্রাহকরা পাবে ১০ শতাংশ ছাড়।


মন্তব্য