kalerkantho

টক অব দ্য টাউন

৭ মার্চ, ২০১৮ ০০:০০টক অব দ্য টাউন

ভয়াবহ তুষারে বিপর্যস্ত ইউরোপ

ভয়াবহ ঠাণ্ডা আর তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের বড় একটি অংশ। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, ফ্রান্স, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, সাইবেরিয়া, ইতালি, স্লোভেনিয়া, রোমানিয়াসহ বিভিন্ন দেশে হিমঝড় ও তীব্র তুষারপাতের কারণে বহু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিরূপ আবহাওয়ার কারণে কয়েক শ ফ্লাইট বাতিল হয়েছে। প্রবল এ শৈত্যপ্রবাহকে যুক্তরাজ্যে বলা হচ্ছে ‘বিস্ট ফ্রম দি ইস্ট’, ডাচ্রা বলছে ‘সাইবেরিয়ার ভালুক’, সুইডিশদের অ্যাখ্যা ‘বরফের তোপ’। মৃতের সংখ্যা অন্তত ৫৫; শুধু পোল্যান্ডেই মারা গেছে ২১ জন।মন্তব্য