kalerkantho


ক্যাম্পাস সংবাদ

রেসিডেনসিয়ালে ভাষা উৎসব

২৫ জুলাই, ২০১৮ ০০:০০রেসিডেনসিয়ালে

ভাষা উৎসব

আগামী ২৬-২৮ জুলাই রেমিয়ান্স ল্যাঙ্গুুয়েজ ক্লাবের আয়োজনে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আরএলসি প্রেজেন্টস—পঞ্চম ডিআরএমসি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফেস্টিভাল’। এতে শিক্ষার্থীরা চারটি বিভাগে অংশগ্রহণ করতে পারবে। জুনিয়র বিভাগে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, সেকেন্ডারি বিভাগে নবম-দশম শ্রেণি, সিনিয়র বিভাগে একাদশ-দ্বাদশ এবং বিশ্ববিদ্যালয় বিভাগে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ফেস্টিভালে ইংলিশ অলিম্পিয়াড, বাংলা অলিম্পিয়াড, স্ক্রিপ্ট রাইটিং, ওয়াল ম্যাগাজিন, ফটোগ্রাফি, স্পিলিং বে, পপ কালচার, মেগা কুইজ, এনিমে কুইজ, লিসেনিং স্কিল টেস্ট, আইকিউ অ্যান্ড অ্যানালিটিক্যাল টেস্টসহ আরো বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে। বিজয়ীদের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট। বিস্তারিত তথ্যের জন্য ঢু মারো- www.facebook.com/events/2192083887679143মন্তব্য