kalerkantho

প্রশিক্ষণ

কিশোরগঞ্জ প্রতিনিধি   

৯ মার্চ, ২০১৮ ০০:০০কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিবন্ধী শিশুসহ সব শিশুর অধিকার, সুরক্ষা, মানসম্মত শিক্ষা, শিশু নির্যাতন, যৌতুকের কুফল ও বাল্যবিয়ে রোধ বিষয়ে সচেতনতা বাড়াতে শিশুদের নিয়ে তিন দিনব্যাপী থিয়েটার প্রশিক্ষণ শেষ হয়েছে। উপজেলার বালিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত থিয়েটার প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধীসহ ৩০ জন শিশু অংশ নেয়। গতকাল বৃহস্পতিবার এ কর্মশালা শেষ হয়। সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সহযোগিতায় প্রতিবন্ধী ফাউন্ডেশনের হোপ প্রকল্প এ প্রশিক্ষণের আয়োজন করে। হোপ প্রকল্পের টেকনিক্যাল অফিসার শফিক আহমেদ জানান, প্রশিক্ষণে অভিনয়, স্ক্রিপ্ট লেখা, খোলা জায়গায় নাটক মঞ্চায়নসহ নাটকের নানা দিক শিশুদের হাতেকলমে শেখানো হয়। যারা প্রশিক্ষণ নিয়েছে, তারা নিজ নিজ এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করবে। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন কাজী, সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি মো. ফরিদুল জুলফিকার, হোক প্রকল্পের উপজেলা সমন্ব্বয়ক মো. আমিনুল ইসলাম, টেকনিক্যাল অফিসার মো. সাইফুল ইসলাম, বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুরকান আক্তার প্রমুখ।মন্তব্য