kalerkantho

মাস্ক বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি   

৯ মার্চ, ২০১৮ ০০:০০গোপালগঞ্জ জেলা শহরবাসী ধুলাবালির যন্ত্রণায় অতিষ্ঠ। ধুলাবালির হাত থেকে বাঁচাতে বিনা মূল্যে সহস্রাধিক পথচারীর মধ্যে মাস্ক বিতরণ করেছে ‘আলোর দিশারী’ নামের একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাসেবী এ সংগঠনের সদস্যরা জেলা শহরে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মডেল স্কুলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মাহবুব হাসান বাবু, অংকুর মিয়া, অনুপ ভক্ত, শুভ হীরা, রাহুল সাহা প্রমুখ। পরে তাঁরা সহস্রাধিক পথচারীর হাতে মাস্ক তুলে দেন।মন্তব্য