kalerkantho

মতবিনিময়সভা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২ মার্চ, ২০১৮ ০০:০০ফরিদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে মাদকের বিরুদ্ধে অভিযানবিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এ মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। জেলা তথ্য কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাকিবুজ্জামান, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, ‘মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স রয়েছে। কোনো অবস্থাতেই কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। সম্মিলিত প্রচেষ্টায় আমরা মাদকমুক্ত সমাজ গঠন করব।’মন্তব্য