kalerkantho


জাতীয় পাট দিবস

রোড শো পৌঁছেছে ফরিদপুরে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২ মার্চ, ২০১৮ ০০:০০জাতীয় পাট দিবস উপলক্ষে ঢাকা থেকে যাত্রা করা রোড শোর বহর ফরিদপুরে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে গাড়িবহর পৌঁছে। এ সময় বহরকে স্বাগত জানান ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়াসহ কর্মকর্তা ও পাটচাষিরা।

রোড শোকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ‘পাটের জন্য ফরিদপুর বিশ্ববিখ্যাত। ‘সোনালি আঁশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর’ এ স্লোগানকে আমরা বেছে নিয়েছি।’ উন্নত মানের পাটের আবাদ বাড়াতে এবং চাষিদের উদ্বুদ্ধ করতে এ রোড শোর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশীদ আলম, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শামসুল আলম প্রমুখ। পরে মোটরবহরটি জামালপুরের উদ্দেশে ফরিদপুর ছেড়ে যায়।মন্তব্য