kalerkantho

মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি   

১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী যশোর রোড়ের শতবর্ষী বৃক্ষনিধন সিদ্ধান্তের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে জেলা শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন টিআইবির সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা শাখার সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহা, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাবিতা চন্দ, রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি মেজবা উল করিম রিন্টু, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুল হক, বিজ্ঞান চেতনার আহবায় মহিদুজ্জামান বেলাল, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রসনজিৎ কুমার রায় প্রমুখ।মন্তব্য