kalerkantho

১ম ক লা ম

পণ্য মেলা

টাঙ্গাইল প্রতিনিধি   

১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০পণ্য মেলা

টাঙ্গাইলে এসএমই পণ্য মেলা উপলক্ষে গতকাল শহরে শোভাযাত্রা বের করা হয়। ছবি : কালের কণ্ঠ

টাঙ্গাইলে প্রথমবারের মতো ক্ষুদ্র ও মাঝারি শিল্প-কারখানায় উৎপাদিত পণ্য নিয়ে সাত দিনব্যাপী এসএমই পণ্য মেলা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। এর আগে পৌর উদ্যান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। এতে টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। পরে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুব আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, এসএমইর ব্যবস্থাপক আবু নাসের খান, টাঙ্গাইল বিসিকের এজিএম মো. আবুল বাসার, টাঙ্গাইল সোনালী ব্যাংকের এজিএম আমিনুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইলের সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ।মন্তব্য