গতকালের তাপমাত্রা : সর্বোচ্চ : ঢাকা ৩৬.৫ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৩.৩ ডিগ্রি সে.। রাজশাহী ৩৬.৬ ডিগ্রি সে.। রংপুর ৩১.৭ ডিগ্রি সে.। খুলনা ৩৭.২ ডিগ্রি সে.। বরিশাল ৩৫.৪ ডিগ্রি সে.। সিলেট ৩৪.৫ ডিগ্রি সে. সর্বনিম্ন : ঢাকা ২৩.৮ ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৫.৬ ডিগ্রি সে.। রাজশাহী ২৫.৭ ডিগ্রি সে.। রংপুর ১৮.১ ডিগ্রি সে.। খুলনা ২৫.৬ ডিগ্রি সে.। বরিশাল ২৫.৪ ডিগ্রি সে.। সিলেট ২২.১ ডিগ্রি সে. ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা ও রাঙামাটি অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সূত্র : আবহাওয়া অধিদপ্তর