kalerkantho

১ম ক লা ম

এক মঞ্চে

শেরপুর প্রতিনিধি   

১৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০শেরপুরে অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম কালামের স্মরণসভায় এক মঞ্চে বসেছেন জেলা বিএনপি ও আওয়ামী লীগের নেতারা। মাঠে-ময়দানে বক্তব্যে তাঁরা পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিলেও বিএনপি নেতা কালামের স্মরণসভায় এক মঞ্চে একই সুরে প্রয়াত কালামের গুণকীর্তন করেন। শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এ কে এম সাইফুল ইসলাম কালামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার রাতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালাম ফাউন্ডেশনের আয়োজনে শহরের নতুন বাজার নির্ঝর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের সভাপতি বিএনপি নেতা শফিউল আলম চানের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী, মামুনুর রশীদ পলাশ, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ অদু প্রমুখ।মন্তব্য