kalerkantho


গফরগাঁওয়ে প্রতিবন্ধীদের উপবৃত্তি বন্ধ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রশাসনিক জটিলতায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরের ১১৩ প্রতিবন্ধী শিক্ষার্থী সরকারের দেওয়া উপবৃৎত্তির টাকা তুলতে পারছে না। ফলে তাদের পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয় সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিকের ৭৪ জন, মাধ্যমিকের ১৮ জন, উচ্চ মাধ্যমিকের ১৪ জন ও স্নাতক স্তরের সাতজনসহ উপজেলায় মোট ১১৩ জন উপবৃৎত্তিপ্রাপ্ত প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে। গত ২০১৫-১৬ অর্থবছরের উপবৃত্তির টাকা তোলার সময় স্থানীয় বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে এক প্রতিবন্ধী শিক্ষার্থীর টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান বলেন, ‘শিক্ষার্থীদের টাকা যাতে কেউ আত্মসাৎ করতে না পারে সে জন্য তাদের নামে অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে অনেকের অ্যাকাউন্ট হয়ে গেছে। বাকিগুলো হয়ে গেলে উপবৃত্তির টাকা তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।’মন্তব্য