kalerkantho


দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে ময়মনসিংহের সাড়ে ১৬ লাখ শিক্ষার্থীর মধ্যে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহ জিলা স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহসিনা খাতুন, বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন প্রমুখ।

জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, ‘লিফলেটগুলো শিক্ষার্থীরা পড়বে। এরপর এরা এগুলো অভিভাবকদের দেখাবে। অভিভাকদের স্বাক্ষরসহ লিফলেটগুলো আবার স্কুল কর্তৃপক্ষকে দেখাতে হবে। এর মাধ্যমে সড়ক দুর্ঘটনা সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকরা সচেতন হবেন।’

 

 মন্তব্য