kalerkantho


প্রিয় খাবার

বেশি পছন্দ সামুদ্রিক মাছ

পূর্ণিমা
অভিনেত্রী

১ অক্টোবর, ২০১৭ ০০:০০বেশি পছন্দ সামুদ্রিক মাছ

আমার প্রিয় খাবার মাছ। সব ধরনের মাছ খেতে পছন্দ করি। বেশি পছন্দ সামুদ্রিক মাছ। আমার পছন্দের বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে, যেখানে সামুদ্রিক মাছের আইটেম পাওয়া যায়। প্রায়ই সেখানে খেতে যাই। তা ছাড়া বাসায়ও মাঝেমধ্যে সামুদ্রিক মাছের নানা পদ রান্না করি। এর মধ্যে বেশি রান্না করি স্পাইসি রুপচাঁদা, সিজলিং টুনা, ফ্রাই লবস্টার। একবার বান্দরবানে শুটিং করতে গিয়ে বাঁশ দিয়ে তৈরি কয়েক ধরনের খাবার খেয়েছিলাম। যার স্বাদ ছিল অসাধারণ। 

কথা বলেছেন : আতিফ আতাউর


মন্তব্য