kalerkantho


ফ্যাশন

বুটিক ঘরে ঈদের আমেজ

১৯ জুন, ২০১৭ ০০:০০বুটিক ঘরে ঈদের আমেজ

ইজি

 

নেভি ব্লু ফুল হাতা শার্টের জমিনে নানা ধরনের প্রিন্টের নকশা। একই নকশায় কলার ও হাতা। সঙ্গে ডিসট্রেসড ডেনিম প্যান্ট।

 

র-নেশন

 থ্রি কোয়ার্টার হাতার সাদা শার্ট। ব্যান্ড কলার। কালো রঙের বোতাম। ছাপা নকশায় আলাদা রঙের পকেট ও হাতা। হাতার ভেতরের অংশেও একই নকশার কাপড়।

ফুল হাতার নেভি ব্লু শার্টে কয়েকটি রঙের সমন্বয়ে ছাপা নকশার পকেট।

 

লা রিভ

থ্রি কোয়ার্টার হাতার লেয়ার কামিজ। কামিজের বডিতে ডিজিটাল প্রিন্টের মাধ্যমে ফুলেল নকশা। সাদা রঙের বল প্রিন্টের হাতা।  সাদা-কালো-গোলাপি রঙের সমন্বয়ে প্লেট। কামিজের পেছনের অংশের চেয়ে সামনের অংশ ঝুল বেশি।

 

জেন্টলপার্ক

ফিরোজা রঙের লং কামিজের বুকে সাদা এমব্রয়ডারির নকশা। বুকে বোতামের পরিবর্তে জিপার। কামিজের বটমলাইনে ফুলেল প্রিন্টের নকশায় আলাদা কাপড়ের বর্ডার দেওয়া। কামিজের দুই পাশে ঝুল বেশি।

উইভিং বুননে স্লিমফিট পাঞ্জাবি। কলার ও প্লেটে সোনালি ম্যাট রঙের লেইস। বাটনলাইনের পুরোটা জুড়ে ফ্যাব্রিকসের বোতাম।

 

প্লাস পয়েন্ট

ছাই, হলুদ ও কালো রঙের সমন্বয়ে হাফ হাতা শার্ট। কলার থেকে শুরু করে বুকের ওপরের অংশ ছাই রঙা, এরপর হলুদ, বুকের নিচ থেকে বটমলাইন পর্যন্ত সাদা-কালোয় টাইডাইয়ের নকশা। একই নকশার হাতা।

 

টেক্সমার্ট

শিবুরি নকশায় স্লিম ফিট পাঞ্জাবি। পাঞ্জাবির প্লেটে নীল রঙের পরপর চারটি বোতাম। সঙ্গে ডেনিমের ন্যারো শেপ প্যান্ট।

 

ফ্যাশন পাঠশালা

উজ্জ্বল বাদামি, কমলা ও সাদা রঙের সমন্বয়ে কামিজ। পুরোটায় ফুলেল নকশা। কামিজের সামনের অংশের চেয়ে পেছনের অংশের ঝুল তুলনামূলক বেশি। বটম লাইনে ও হাতার নিচের অংশে স্ট্রাইপের নকশায় বর্ডার। সঙ্গে জ্যামিতিক নকশায় কমলা, সাদা ও ঘিয়ে রঙের ওড়না।

 

এড্রয়েট

গোলাপি রঙের লং কামিজ। ফুল হাতা কামিজের বুকে চিকন পাইপিনের সঙ্গে   মেটালের বোতাম।  বেগুনি কাপড়ের হাতা। বটম লাইনে ও হাতার নিচের অংশে বেগুনি, কমলা ও কালো রঙের সমন্বয়ে আলাদা নকশা। সঙ্গে কালো রঙের চুড়িদার সালোয়ার।


মন্তব্য