kalerkantho


বরগুনা-২ আসন

এমপিকে ঠেকাতে মাঠে জাবির

বামনা (বরগুনা) প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০বরগুনা-২ আসনে (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে মাঠে নেমেছেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাবির হোসেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জাবির গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এর আগে বরগুনা-২ আসনের নির্বাচনী এলাকায় পাথরঘাটা, বামনা ও বেতাগীতে পোস্টার, লিফলেট ও ফেস্টুন সাঁটিয়ে এবং ঘরোয়া বৈঠকে নিজ প্রার্থিতা ঘোষণা করেন মো. জাবির হোসেন। গত বুধবার বেতাগী উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে বেতাগী পৌর শহরের ব্যবসায়ীদের সঙ্গে ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

মো. জাবির হোসেন বলেন, ‘বর্তমান সংসদ সদস্য শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তা ছাড়া তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মীদের থেকে দূরে সরে গেছেন। এ সুযোগে নেতাকর্মীদের মূল্যায়ন করতে আমি সবার মতামত নিয়ে বরগুনা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।’

 মন্তব্য