kalerkantho


রমজানজুড়ে চলবে বিশেষ অভিযান

মোহাম্মদ ইলিয়াস হোসেন ♦ জেলা প্রশাসক, চট্টগ্রাম

১৬ মে, ২০১৮ ০০:০০রমজানজুড়ে চলবে বিশেষ অভিযান

বাজার মনিটরিং সারাবছরই হয় বলে দাবি করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘তবে রোজার মাসে বিশেষ কিছু পণ্যের চাহিদা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি থাকে। তাই ওই সময় কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বাড়ানোর চেষ্টা চালায়। মূলত তাদের এই অপচেষ্টা রোধে বাজার মনিটরিংয়ের বিষয়টি রমজানের সময় একটু ভিন্নভাবে করা হয়। দেওয়া হয়ে থাকে বিশেষ গুরুত্ব।’

তিনি জানান, রমজানে নিত্যপণ্যের বাজার যাতে স্থিতিশীল থাকে, সেজন্য বাজার মনিটরিংয়ের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ‘এবারও পুরো রমজান মাসে বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’-যোগ করেন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

জেলা প্রশাসক আরো বলেন, ‘শুধু নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরা নয়, এর পাশাপাশি ভেজাল খাদ্য বিক্রি রোধেও কাজ করছে মনিটরিং টিম।’

চট্টগ্রামে জেলা প্রশাসনের পাঁচটি টিম সার্বক্ষণিক কাজ করছে বলে জানান তিনি। জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসনের বাজার মনিটরিং কমিটিতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারাও আছেন।

 

 মন্তব্য