kalerkantho


বদরখালী সমবায় সমিতির সভা

১৫ মার্চ, ২০১৭ ০০:০০বদরখালী সমবায় সমিতির সভা

বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাধারণ সভা।

কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ৬১তম সাধারণ সভা গত শনিবার অনুষ্ঠিত হয়। সভায় সমিতির দেড় হাজার সদস্যের মধ্যে ১৩৮৫ জন উপস্থিত ছিলেন। সাধারণ সভায় আগামী অর্থবছরের জন্য ৪ কোটি ৮৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়।

বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে ওই সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজি নুরুল আলম সিকদার। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ। অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল লতিফ, উপজেলা সমবায় কর্মকর্তা এম এ মান্নান, বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল বশর, অ্যাডভোকেট ওসমান গণি, অধ্যাপক মো. ইব্রাহিম প্রমুখ। সভা সঞ্চালনা করেন সমিতির সম্পাদক এ কে এম ইকবাল বদরী। -চকরিয়া প্রতিনিধিমন্তব্য