kalerkantho


সপ্তাহজুড়ে

মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণসভা

৮ মার্চ, ২০১৭ ০০:০০মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণসভা

স্মরণসভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা এম এ মোতালেব সিআইপি।

সাতকানিয়ার পুরানগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণসভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি। মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মৃতি সংসদের সভাপতি ইঞ্জিনিয়ার আমানুর রশিদ হিরুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য কায়কোবাদ ওসমানী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সালাহউদ্দিন শাহরিয়ার, কোষাধ্যক্ষ মোহাম্মদ সেলিম, পুরানগড় ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান শিকদার, দোহাজারী ইউনিয়ন চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ। আবু মোবারক জাহাঙ্গীরের সঞ্চালনায় আরো বক্তব্য দেন মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, মো. নাজিম, নুুরুল আমিন, সুকমল বড়ুয়া, অ্যাডভোকেট অনিল দাশ, মাস্টার কল্লোল দাশ, ইখতিয়ার বাপ্পী, তারেক শিকদার, হুসেন মোহাম্মদ এরশাদ প্রমুখ। বিজ্ঞপ্তিমন্তব্য