kalerkantho


‘সবুজ পৃথিবী রাখব সবুজ’

নিজস্ব প্রতিবেদক   

১ মার্চ, ২০১৭ ০০:০০‘সবুজ পৃথিবী রাখব সবুজ’

নগরীর সিআরবির শিরিষতলায় ‘কর্ণফুলীর কোলে সবুজের আঁচলে’ সংগঠনের অনুষ্ঠান। ছবি : কালের কণ্ঠ

বৃক্ষপ্রেমীদের অনলাইন সংগঠন ‘কর্ণফুলীর কোলে সবুজের আঁচলে’ এর সদস্যদের মিলনমেলা সম্প্রতি নগরীর সিআরবির শিরিষতলায় অনুষ্ঠিত হয়। ‘সবুজ পৃথিবী রাখব সবুজ’ স্লোগানে দুই মাস আগে সংগঠনটির পথচলা শুরু হয়। মিলনমেলার কর্মসূচির মধ্যে ছিল পরিচিতিপর্ব, বাগান পরিচর্যা ও গাছপালার রোগবালাই সংক্রান্ত সমস্যা ও সমাধান নিয়ে পর্যালোচনা, বাহারি ফুলগাছ, বীজ ও অর্কিড বিনিময় এবং উপহার বিতরণ।

এ উপলক্ষে আলোচনায় অংশ নেন সংগঠনের অ্যাডমিন স্নিগ্ধ প্রজাপতি, রঞ্জয় মিত্র, জিয়াউল বারী, রাজিবুল আলম, নাজনীন রোকেয়া, কায়সার মুকিত, মো. সাঈফ উদ্দীন, ফরিদা আক্তার প্রমুখ।মন্তব্য