kalerkantho


বাড়তি ভর্তি ফি ফেরত না দেওয়ায় অধ্যক্ষ অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক   

২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ভর্তির সময় নীতিমালা না মেনে অবৈধভাবে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে নগরীর সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সমাবেশ করেছেন অভিভাবকরা। এতে সংহতি জানিয়ে যোগ দেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও নগর ছাত্রলীগের নেতারা।

এ সময় প্রায় তিনঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় কলেজের অধ্যক্ষকে। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এই কর্মসূচিতে অংশ নেয়।

জেলা প্রশাসনের নির্দেশ সত্ত্বেও ২৩ ফেব্রুয়ারির মধ্যে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত প্রদান কিংবা সমন্বয় না করার প্রতিবাদে গতকাল শনিবার সকালে স্কুল চত্বরে অভিভাবক ফোরামের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক ফোরামের সভাপতি আলাউদ্দীন বাবরের সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য দেন ক্যাব নেতা এস এম নাজের হোসাইন ও এ এম তৌহিদুল ইসলাম, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, অভিভাবক ফোরামের নেতা অ্যাডভোকেট মুসলেম উদ্দীন শাহজাহান, শাহাদত হোসেন তানজু, ওমর কায়ুম তৈয়ব, হুমায়ুন কবির টিপু, ফারুখ হোসেন প্রমুখ।মন্তব্য