kalerkantho


বইয়ের প্রচারে চবি শিক্ষার্থীদের পোস্টার

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে লেখা দুটি উপন্যাস ‘অন্য সময়ের প্রেম’ ও ‘পর সমাচার এই যে’ এর প্রচারে ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়েছেন শিক্ষার্থীরা।

বই দুটি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ও সময় টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক শান্তনু চৌধুরী।

তিনি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি, হল দখল-বেদখল, যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ‘চট্টগ্রামমিশন’ থেকে শুরু করে আলোচিত ‘এইট মার্ডার’, নোংরা ছাত্ররাজনীতির বলি, শিক্ষার্থীদের প্রেমসহ নানা বিষয় ওঠে এসেছে ওই দুটি উপন্যাসে।

পার্ল পাবলিশার্স থেকে প্রকাশিত ‘অন্য সময়ের প্রেম’ এবং দেশ পাবলিকেশন্সের ‘পর সমাচার এই যে’ বই দুটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায়। বিজ্ঞপ্তিমন্তব্য