kalerkantho


ভাষাসৈনিক শামসুল হুদাকে সংবর্ধনা

ফেনী প্রতিনিধি   

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ভাষাসৈনিক শামসুল হুদাকে সংবর্ধনা

অনুষ্ঠানে বক্তব্য দেন ভাষাসংগ্রামী শামসুল হুদা। ছবি : কালের কণ্ঠ

একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক শামসুল হুদাকে সংবর্ধনা দিয়েছে ফেনী প্রেস ক্লাব। গত বৃহস্পতিবার শহরের জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি রবিউল হক রবি। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নুরুল করিম মজুমদার ও আবু তাহের, জেলা শিশু কর্মকর্তা নুরুল আবসার ভূঞা, সাংবাদিক বখতেয়ার ইসলাম মুননা।

প্রধান অতিথি শামসুল হুদা বলেন, ‘বাংলা ভাষাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকার কাজ করছে। কিন্তু একে ব্যাপকভাবে ছড়াতে হলে যাঁর যাঁর অবস্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে।’

তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা নৈতিকতার ভিত্তিতে দেশ গড়বে। তোমরা এমন একটি দেশের স্বপ্ন দেখবে, যেখানে সবাই সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।’

জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে জঙ্গিবাদ নিয়ে অনেকে অনেক কিছু বলছেন। কিন্তু এর জন্ম এদেশে নয়। এখানে আনা হয়েছে অন্য স্থান থেকে। জঙ্গিবাদ থেকে সতর্ক থাকতে হবে সবাইকে।’

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। তাঁরা প্রধান অতিথির কাছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটসহ নানা বিষয়ে জানতে চান। তিনি ধৈর্য ধরে সবার প্রশ্নের উত্তর দেন।মন্তব্য